নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শুক্রবার ২৫,জুলাই :: দক্ষিণ বড় হলদিবাড়ির দেবত্তর বক্সিগঞ্জ থেকে দন্ডি কেটে জল্পেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এক যুবক। বৃহস্পতিবার বিকেলে দেবোত্তর বকশীগঞ্জ এলাকার তার বাড়ি থেকে দণ্ডী কাটা শুরু করে মাধব হাজরা নামে বছর ১৯ এর ওই যুবক।হলদিবাড়ি হয়ে বেলতলী, মেখলিগঞ্জ, চ্যাংড়াবান্ধা হয়ে জল্পেশ পৌঁছবে। সে জানায় রবিবার রাতের মধ্যে জল্পেশে পৌঁছে যাবে সে। দীর্ঘ প্রায় ৪৪ কিলোমিটার পথে সঙ্গে রয়েছেন তার বাবা। ওই যুবক জানায় কিছুদিন আগে অসুস্থ থাকায় মহাদেবের কাছে মানত করেন তিনি। সেই কারণেই বৃহস্পতিবার এভাবেই দন্ডিকেটে জল্পেশ এর উদ্দেশ্যে রওনা দেন.