নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: দীর্ঘ বছর পর কাজ শুরু হতে চলেছে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেললাইন সম্প্রসারণের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের প্রচেষ্টায় দুই জেলার মধ্যে এই রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য টেন্ডার সহ যাবতীয় নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে চলতি মাসের শেষে জমি অধিগ্রহণ সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এই রেলপথ প্রকল্পে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এবং বংশীহারি ব্লকের মধ্যে মোট ৩৩.১ কিমি রেললাইন হবে। ২০১১-১২ সালে এই রেলপথ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়।
বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেললাইন সম্প্রসারণের কাজ বাস্তবায়ন হলে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা অনেকটাই উপকৃত হবেন বর্তমানে শিলিগুড়ি যেতে হলে তাদের মালদা একলাখী হয়ে ঘুর পথে যেতে হয় যার ফলে অনেকটাই সময় লাগে।