সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফ্রেজারগঞ্জ :: শনিবার ৩১,জানুয়ারি :: দীর্ঘদিন বন্দিদশায় কাটিয়ে অবশেষে নিজের দেশে ফিরলেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমায় ভুলবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় তারা বাংলাদেশের নৌবাহিনী দ্বারা আটক হন এবং জেলে বন্দি ছিলেন।
এই দীর্ঘদিনের বন্দিত্বের অবসান ঘটলো, যখন বাংলাদেশ নৌবাহিনী তাদের ভারতের নৌবাহিনীর হাতে হস্তান্তর করে। এই ঘটনার পর ভারতের নৌবাহিনী ১৪ জন মৎস্যজীবীকে নিয়ে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে পৌঁছায়।
সেখানে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পেয়ে আবেগে ভেসে পড়েন, কেউ চোখে আনন্দের জল ধরে রাখতে পারলেননা।
ফিরে আসা মৎস্যজীবী শেখর দাস জানান, “১৭ অক্টোবর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় স্রোতের টানে আমরা বাংলাদেশে ঢুকে পড়ি। এরপর বাংলাদেশ নৌবাহিনী আমাদের আটক করে জেলে রাখে।
আজ অবশেষে পরিবারের কাছে ফিরে এসে আমরা অত্যন্ত খুশি। এই দীর্ঘ অপেক্ষার পর নিজের বাড়িতে ফিরে আসা আমাদের জন্য এক বিশেষ আনন্দের মুহূর্ত।”
ভারতীয় নৌবাহিনীর অফিসার সুরেন্দ্র লকরা বলেন, “ আমরা বাংলাদেশ থেকে একটি ট্রলারসহ ১৪ জন পশ্চিমবঙ্গের মৎস্যজীবীকে নিয়ে এসেছি। পরে জেলা প্রশাসনের হাতে তাদের হস্তান্তর করা হয়েছে। এর আগে আমরা ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশের নৌবাহিনীর হাতে নিরাপদে হস্তান্তর করেছি।

