নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৯,জানুয়ারি :: দীর্ঘ ১০ বছর ধরে সরকারি বিল দখল করে মাখনা চাষ করার অভিযোগ তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই বিল দখল মুক্ত করতে অভিযোগ দায়ের করলেন আবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নোটিশ জারি। ওই বিল দখল মুক্ত করার নির্দেশ দখলকারীদের। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হওয়ায় তৃণমূলের একাংশ এখন নাটক করছে। এতদিন তৃণমূল এবং প্রশাসনের মদতে এই বিল দখল ছিল অভিযোগ বিরোধীদের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার জাবরা বিল। প্রায় ২০০ বিঘা এই বিল। দীর্ঘ কয়েক বছর ধরে এই বিল দখল করে মাখনা চাষ করার অভিযোগ উঠেছে আমিনুল হক, করিম, আনোয়ার, আফতাব উদ্দিন সহ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ এরা প্রত্যেকেই তৃণমূলের।তৃণমূল এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদতে দখল হয়ে রয়েছে এই বিল।
কিন্তু এতদিন কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। এদিকে এই নিয়ে আবার অভিযোগ দায়ের করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা স্বপন আলী।এই নিয়ে কোর্টে মামলা করা হয়।চাঁচল মহকুমা শাসকের কাছে শুনানি হয়।তারপরেই সম্প্রতি বিল দখলমুক্ত করতে নির্দেশ জারি করে প্রশাসন।
নোটিশে স্পষ্টভাবে বলা হয় সরকারি সেই বিলে কোন রকম কৃষিকাজ করা যাবে না। এদিকে খোদ তৃণমূল নেতা বিল দখল হওয়া নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
কুড়ি তারিখ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বারবার সরকারি জমি দখল হওয়া নিয়ে কঠোর নির্দেশ দিচ্ছেন। তার মাঝে এই ঘটনা অস্বস্তি বাড়াচ্ছে দলের অন্দরে।