দীর্ঘ ১ বছর নিখোঁজ থাকার পর সোমবার পরিবারের কাছে ফিরছেন মানসিক ভারসাম্যহীন ষাট বছর বয়সী লখনৌর জাব্বার বেগ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: দীর্ঘ ১ বছর নিখোঁজ থাকার পর সোমবার পরিবারের কাছে ফিরছেন মানসিক ভারসাম্যহীন ষাট বছর বয়সী লখনৌর সীতাপুরের বাসিন্দা জাব্বার বেগ। দক্ষিণ ২৪ পরগনা হাম রেডিও এবং বামানগর ওয়েলফেয়ার সোসাইটর যৌথ উদ্যোগে সুন্দরবন জেলা পুলিশের সহযোগিতায় ফিরে পেলেন জব্বার ।

আজ কাকদ্বীপ পুলিশ স্টেশন এ এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে তুলে দিলেন তার পরিবারের হাতে । দীর্ঘ ১১ বছর পর বাবাকে ফিরে পেয়ে বেশ খুশি ছেলে শামীম বেগ। নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা প্রায় ১৪ বছর আগে বাড়ি থেকে কাজের জায়গায় গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মানসিক ভারসাম্যতা হারায় জব্বার বেগ।

তারপর পরিবারের পক্ষ থেকে টানা দু’বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয় তার । এরপর হঠাৎ একদিন তিনি বাড়ি থেকে চলে যান গোরক্ষপুরে এক আত্মীয়র বাড়িতে । তারপর সেখান থেকেই হটাৎ নিখোঁজ হয়ে যায় ।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক সহযোগিতা নিয়েও দীর্ঘ দিন ধরে খোঁজ মেলেনি জব্বার বাবুর। এরপর কেটে গিয়েছে প্রায় ১১ বছর । অবশেষে সুন্দরবন পুলিশ জেলা , হাম রেডিও এবং বামানগর ওয়েলফেয়ার সোসাইটর তৎপরতায় জব্বর বেগকে খুঁজে পাওয়া যায় ।

আর এতেই এত বছর পর ফিরে পেল তার পরিবার । আর এত বছর নিখোঁজ থাকার পর পরিবারের খুব প্রিয় সদস্যকে ফিরে পেয়ে আনন্দিত পরিবারের সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =