দীর্ঘ ৩-৪ বছর ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের l

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৯,নভেম্বর :: ঠিকাদার সংস্থাকে পাঁচ বছরের বরাত দেওয়া রাস্তা মেরামত করে রাস্তা ঠিক রাখার জন্য। প্রতি বছর রাস্তার খারাপ অংশ মেরামত করতে হবে এমনটাই লেখা বোর্ডে । কিন্তু তিন বছর হয়ে গেলেও রাস্তা মেরামতের কাজ হয়নি। পঞ্চায়েত কে জানিয়েও কোন কাজ হয়নি এখনো ।

উত্তর ২৪ পরগনা ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাসনাবাদের বরুনহাট থেকে মহিশপুকুর পর্যন্ত ” প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ” রাস্তার ঘটনা । ২০২১ সালে এখানে ৪.৪ কিলোমিটার রাস্তা তৈরি হয় । এরপর সেই রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য একটি ঠিকাদার সংস্থাকে পাঁচ বছরের বরাত দেয়া হয়। ৮ দফা কাজের খতিয়ান দিয়ে বরাত দেওয়া হয়েছিল ।

কিন্তু দু বছর হয়ে গেলেও রাস্তা বেহাল হয়ে যাওয়া জায়গা গুলি কোনরকম মেরামতির কাজ হচ্ছে না ।   এমনকি পঞ্চায়েতকেও জানিয়েছে এলাকার মানুষ। কিন্তু তাতেও কোনরকম সমাধান হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =