দুইদিনব্যাপী ভারতবনধ সফল করতে ঝাড়গ্রামে পথে নামলো বামপন্থী সংগঠনগুলির সদস্যরা

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে, ব্যাংক-বীমা রেল বেসরকারিকরণের প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি সহ আরো কয়েকটি শ্রমিক সংগঠন ।

সেই জন্য সোমবার সকাল থেকেই ঝাড়গ্রামে বনধ সফল করতে রাস্তায় নেমে পড়ল বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা।

ঝাড়গ্রামে বনধ এর আংশিক প্রভাব দেখা দিয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে ,বেসরকারি যানবাহন চলাচল বন্ধ, তবে হাতে গোনা দুএকটি সরকারি বাস চলাচল করছে। শুধু কাজে যোগ দিতে যাওয়া মানুষদের রাস্তায় দেখা গেছে। যার ফলে ঝাড়গ্রামে বন্ধের আংশিক প্রভাব পড়েছে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে বন্ধের সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা বাইক নিয়ে বনধ এর সমর্থনে মিছিল করে বনধ সফল করতে রাস্তায় নেমে পড়ছে।

সর্বস্তরের মানুষকে বন্দ সফল করে তোলার জন্য আবেদন জানাচ্ছেন বামপন্থী নেতা ও কর্মীরা।পাশাপাশি তৃণমূল রাস্তায় নেমেছে বন্দের বিরোধিতা করে ।পৌরসভার চেয়ার পার্সন কবিতা ঘোষ তার সহকর্মী দের নিয়ে ঝাড়গ্রাম শহরের দোকানদার দের দোকান খোলানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =