দুই অস্ত্র পাচারকারীকে ১৮ মাইল এলাকা থেকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানা পুলিশের একটি বিশেষ দল।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৭,মার্চ :: কালিয়াচক: লোকসভা ভোটের আগেই বড়সড় সাফল্য বৈষ্ণবনগর থানার পুলিশের। গতকাল রাত্রি আনুমানিক দশটার সময় দুই অস্ত্র পাচারকারীকে ১৮ মাইল এলাকা থেকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানা পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই অস্ত্র পাচারকারীর নাম আব্দুল রুহু আনসারী (২৯) এবং মোঃ আব্দুল কালাম (৪৫)। তাদের একজনের বাড়ি ইংরেজবাজার থানা এলাকার সাট্টারিতে এবং অপরজনের বাড়ি ঝাড়খণ্ডের তালঝাড়ি থানা এলাকার করণপুড়াই।

পুলিশের দাবি, গতকাল রাত্রে তারা একটি সেভেন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড কার্তুজ পাচারের জন্য সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। তখনই পুলিশের একটি দল তাদের আটক করে।

এরপরেই তল্লাশি নিতেই বেরিয়ে পড়ে এক রাউন্ড কার্তুজসহ সেভেন এমএম পিস্তল। এরপরেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণব নগর থানার আইসি বিপ্লব হালদার জানিয়েছেন, দুজন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

তবে তারা ওই অস্ত্রগুলো কোথায় পাচারের ছক কষেছিল তা জানার চেষ্টা চলছে। আজ তাদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =