নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিহিজাম :: বৃহস্পতিবার ২৯,ফেব্রুয়ারি :: দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ডের রাস্তা ধরে পশ্চিম বাংলায় পৌঁছানোর আগেই মিহিজামের পুলিশের হাতে ধরা পড়ে।যেখান থেকে ১০৩ টি গরু উদ্ধার করেছে ঝাড়খণ্ড মিহিজামের পুলিশ।গরু গুলিকে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সীমান্ত থেকে বাংলা সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল বলে জানা গেছে।
দুই কন্টেনার ভর্তি গরু উদ্ধার হয় মিহিজামের কানগৈ স্থিত নাকা পয়েন্টে। যেখানে একই সাথে ওই ঘটনার সাথে যুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে চারজন চালক ও খালাসি সহ দুইজন অন্য ব্যক্তি শামিল ছিল এই গরু পাচার চক্রে।ঝাড়খণ্ডের পুলিশ সূত্রে খবর বিহারের বাঁকা ও ভাগলপুর এলাকা থেকে দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু বাংলায় পাচার করা হচ্ছিল।
তবে উদ্ধার হওয়া ওই ১০৩ টি গরু বর্তমানে মিহিজামের হাসি পাহাড়ি এলাকায় রাখা হয়েছে। যার মধ্যে একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।ঠাসাঠাসি ভাবে গরুগুলো আনা হচ্ছিলো।এবং রূপনারায়ণপুর হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ আটক করে এই দুটি কন্টেনার ট্রাক ভর্তি গরু।পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে মিহিজাম থানার পুলিশের বড়োসড়ো সাফল্য।