নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৭,আগস্ট :: দুই কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় গ্রেপ্তার হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের কর্মী ভক্ত মন্ডল।এই মামলায় তদন্তের অগ্ৰগতির জন্য কোলকাতার লালবাজার পুলিশ তদন্তের স্বার্থে মঙ্গলবার রাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হাজির হয়।
এদিন বর্ধমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে তদন্তে আসেন তারা। এই বিল্ডিংয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তর।সেখানেই কর্মরত ছিলেন লালবাজার পুলিশের হাতে গ্ৰেফতার হওয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মী ভক্ত মন্ডল,।
তার অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২কোটি টাকা আর্থিক প্রতারনার কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখতে আসেন পুলিশ আধিকারিকরা।
মঙ্গলবার রাতে এই গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ের অর্থ দপ্তর থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারনা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের কর্মী ভক্ত মন্ডল,তাকে জেরা করে এবং তদন্ত চালিয়ে আর্থিক প্রতারনায় বাকি অভিযুক্তদের ধরতে,তৎপর পুলিশ।
সেই তদন্তের অগ্ৰগতির জন্য মঙ্গলবার রাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্থ দপ্তরে হানা দিল লালবাজার পুলিশের চার প্রতিনিধি দল। দীর্ঘদিন পলাতক থাকার পর গুজরাটের একটি শহর থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতার লালবাজার পুলিশ।
লালবাজার সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা দূর্নীতিতে সরাসরি যোগ রয়েছে ভক্ত মন্ডলের। তার কাছ থেকে ইতিমধ্যে কম্পিউটারের কিছু হার্ড-ডিস্ক উদ্ধার করা হয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার রাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হানা দিলো লালবাজার পুলিশ।