দুই গোয়েন্দা মুখোমুখি – দোভাল বসলেন পুতিনের সাথে

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: শুক্রবার ৮,আগস্ট :: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সত্যিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি মুখোমুখি হয়েছেন।

২০৫৫ সালের ৭ আগস্ট (রাশিয়ান সময় অনুযায়ী) ক্রেমলিনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাঁর সঙ্গে একটি বৈঠকে বসেন, যেখানে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় ।

বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে, বৈঠকটি ওই পরিস্থিতিতে অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যগুলির উপর শুল্ক ৫০% পর্যন্ত বাড়িয়েছিলেন—তাকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা ও কূটনৈতিক সমন্বয় বিশেষ গুরুত্ব পেয়েছিল ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল পুতিনের পাশাপাশি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল সচিব শোইগুর সঙ্গেও সাক্ষাৎ করেন; বৈঠকে “বিশ্ব আজকে একটি অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে” উল্লেখ করে দুই পক্ষ “খুবই বিশেষ” ভারত-রাশিয়া সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন ।

এই প্রসঙ্গে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দোভাল জানান, ভারত ও রাশিয়ার মধ্যে একটি খুবই বিশেষ এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্বের’  গভীরতার ওপরেও জোর দেন।

এর পাশাপাশি দোভাল পুতিনের আসন্ন ভারত সফরের ঘোষণাকেও স্বাগত জানান এবং দাবি করেন যে, এমন শীর্ষ সম্মেলনগুলো সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রসঙ্গত, প্রতিরক্ষা খাতেও ভারত ও রাশিয়ার পারস্পারিক সহযোগিতা বাড়ছে। ২০১৮ সালে ভারত রাশিয়ার কাছ থেকে ৫.৪৩ বিলিয়ন ডলারের এস-৪০০ (S-400 Triumf) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেছিল, যার মধ্যে তিনটি স্কোয়াড্রন ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =