কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: দুই জনপ্রতিনিধির কোন্দলের জেরে পারিশ্রমিক পাচ্ছেন না সাধারণ শ্রমিকরা। এমনই গুরুতর অভিযোগ এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের কাজের শ্রমিকদের ।শ্রমিকদের দাবি তারা রীতিমতো গর্ত করে মাটি মাথায় তুলে রাস্তার কাজ করেছেন ।কিন্তু সময় মত কাজ সমাপ্ত হয়ে গেলেও দুই জনপ্রতিনিধির একে অপরের বিরুদ্ধে অভিযোগের কারণে তারা তাদের পারিশ্রমিক পাচ্ছেন না।জানা গেছে মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মিরাগ্রামে ঢালাই রাস্তা নির্মাণের জন্য চলছে রাস্তায় মাটি ভরাটের কাজ ।স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নুরজাহান খাতুন দাবি করেছেন, সরকারি নিয়ম নীতি মেনে কাজ করেছেন ১০০ দিনের কাজের শ্রমিকরা।
কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ দায়ের করেছেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম সদস্যের স্বামী শেখ মান্নান ।নুরজাহান খাতুন দাবি করেন ,নিয়ম মেনে সঠিক কাজ হয়েছে জেনেও শুধুমাত্র আমাদের রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন। যার বলি হচ্ছেন সাধারণ শ্রমিকরা ।আমি চাই দ্রুত তদন্তের ব্যবস্থা করুক প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি সাধারণ গরিব শ্রমিকরা তাদের পারিশ্রমিক পান।
একই অভিযোগ এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরা খাতুনের ।তিনি দাবি করে বলেন রাজনৈতিক ফায়দা তুলতে ভিত্তিহীন অভিযোগ করেছেন সিপিএম সদস্যের স্বামী ।শুধুমাত্র রাজনৈতিকভাবে আমাদের বদনাম করতে চায়। সেখানে নিয়ম মেনে একশ দিনের কাজ হয়েছে।
শেখ মান্নান জানান, আমি শুধু চাই সঠিক পদ্ধতিতে কাজ হোক। রাস্তার জন্য যত টাকা বরাদ্দ হয়েছে সেই টাকায় সঠিকভাবে কাজ হলে সেই রাস্তা দীর্ঘদিন টেকসই হবে। আমি চাইনা গরিব মানুষদের পারিশ্রমিক আটকে থাকুক ।শুধু নিয়ম মেনে যেন কাজ হয় তার জন্য আমি আবেদন করেছি।