নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলঢাকা :: বুধবার ১৪,জানুয়ারি :: বুধবার দুপুরে জলঢাকার জঙ্গলে ফের মুখোমুখি সংঘাতে জড়াল দুই বিশালাকায় দাঁতাল। ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে আম্বাখোলা ঝোড়া সংলগ্ন এলাকায় দীর্ঘ দু’ঘণ্টা ধরে চলল এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই।
চিত্র :: প্রতিকী
এদিন দুপুর দুটো নাগাদ পর্যটক ও পথচারীদের চোখের সামনেই লড়াইয়ে মেতে ওঠে হাতি দুটি। কখনো ঝোড়ার চরে একে অপরের দিকে তেড়ে যাওয়া, আবার কখনো শুঁড় উঁচিয়ে আক্রোশ প্রকাশ— দুই দাঁতালের এই রণাঙ্গন দেখে রীতিমতো হাড়হিম করা পরিস্থিতি তৈরি হয় ।
একটি হাতি জঙ্গলে ঢুকতে চাইলেও অপরজন বারবার বাধা দিয়ে তাকে আক্রমণ করতে থাকে। পর্যটকদের অনেকের মতেই, দাঁতাল দুটির এমন রণংদেহী মেজাজ সচরাচর দেখা যায় না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা। তবে দুই যুযুধান পক্ষকে শান্ত করা ছিল এক বড় চ্যালেঞ্জ।
দীর্ঘক্ষণ বাজি ও পটকা ফাটিয়ে শেষমেশ তাদের জঙ্গলের গভীরে পাঠাতে সক্ষম হন বনকর্মীরা জানান, “আমরা কড়া নজর রাখছি। তবে এই লড়াই সঙ্গিনী দখলকে কেন্দ্র করে কি না, তা এখনই স্পষ্ট নয়।”

