দুই নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসবের উদযাপন! নিয়ে এলো সম্প্রীতির বার্তা মিলনের বার্তা

সজল দাশগুপ্ত:: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৪,মার্চ :: আজ বসন্ত উৎসব। বিভিন্ন জায়গার মতো শিলিগুড়িতেও এই উৎসবে মেতে উঠেছে শহরের মানুষ। বসন্ত উৎসব আক্ষরিক অর্থে মিলনের উৎসব সম্প্রীতির উৎসব। সকাল থেকেই ছিল ছুটির আমেজ, উৎসবের আমেজ। উৎসবের আমেজে মেতে উঠেছে শহরের সাধারণ মানুষ।

শিলিগুড়ি পুরো নিগমের ২ নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গার্গী চ্যাটার্জির উদ্যোগে ও ব্যবস্থাপনায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে ওই ওয়ার্ডের কাউন্সিলর এর ব্যবস্থাপনায়। এবছরও প্রত্যেক বছরের মত সকালে আয়োজন করা হয় বসন্ত উৎসবের।

ওয়ার্ডের বাসিন্দারা বসন্ত উৎসবে খুব আনন্দের সাথে মেতে ওঠেন। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন তাদের খুব ভালো লাগে এবং এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার তথা চেয়ারপার্সন গার্গী চ্যাটার্জি বসন্ত উৎসব উপলক্ষে শহরবাসীকে বার্তা দেন সকলের ভালো কাটুক সুস্থ কাটুক এই উৎসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

উল্লেখ্য চলছে রমজান মাস, ওই ওয়ার্ডের এক বাসিন্দা রেহানা রোজা রেখেছেন, রোজা রেখেও তিনি বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠেছেন। তিনি জানান এই বসন্ত উৎসবে সামিল হয়ে তার খুব ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 7 =