নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৪,এপ্রিল :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েতের গাংআঁটি গ্রামের ঘটনা। আজ সকাল দশটা নাগাদ বাড়ির পাশের একটি মাঠে বছর আটের দুই নাবালক বল নিয়ে খেলা করছিল।
সেই সময় দুই বন্ধুর মধ্যে বচসা গন্ডগোল মারধর হয় সেই সময় এক নাবালকের কাকা কামরুল জামান ঘর থেকে কুড়ুল এনে বছর ৮,এর আমিরুলের মাথায় কোপ দেয় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সেই খবর গ্রামে পৌঁছাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হয়, বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে কামরুল জামান পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে।
এর পিছনে শুধু কি দুই বন্ধুর মধ্যে খেলার ছলে গন্ডগোলের ঘটনা না এর পিছনে পুরনো শত্রুতা বা প্রতিবেশীর মধ্যে গন্ডগোল না জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মুর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কামরুলের খোঁজে তল্লাশি শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।