দুই পড়শির অশান্তির মাঝেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি ! খুনের হুমকির অভিযোগ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: দুই পড়শির অশান্তির মাঝেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! খুনের হুমকির অভিযোগ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।

প্রাক্তন সেনাকর্মীকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। রবিবার বারুইপুরের সুভাষ গ্রামের পাঁচঘড়াতে মিন্টু ঘড়ামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল। নিকাশি নালা কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা বাঁধে। মিন্টু ঘড়ামির প্রতিবেশী বশির ঘরামি এসে সেই কাজে বাধা দেয় বলে অভিযোগ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বসির ঘরামির জামাই খোকন ওরফে আতিয়ার রহমান মোল্লা একটি বন্দুক নিয়ে মিন্টুর উপর চড়াও হয়। তাকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ।

আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে খোকন বন্দুক নিয়ে বাড়িতে লুকিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ওই বাড়ি ঘিরে ফেলে। পুলিশকে খবর দিলে খোকনকে আটক করে করে থানায় নিয়ে যায় ও পরে তাকে গ্রেফতার করে। একটি বন্দুকও উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

প্রকাশ্য দিবালোকে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন।

যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি, আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =