নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধাত্রীগ্রাম :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম পেট্রোল পাম্পের সন্নিকট দুই পথচারীকে ধাক্কা মারার পর একটি টোটো গাড়িকে ধাক্কা একটি ডাম্পার গাড়ির, ঘটনায় দুজন মহিলার মৃত্যু। দুজন আহত।
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শুক্রবার রাতে । জানা গিয়েছে ওই দুই মহিলা বাজার করতে আসছিলেন আর এমন সময় পিছন থেকে একটি ডাম্পার গাড়ি তাদেরকে ধাক্কা মেরে দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম চিন্তা মাহালি ও লক্ষ্মী মাহালী।
তাদের বাড়ির স্থানীয় ধাত্রীগ্রাম এলাকাতেই। পাশাপাশি ওই মহিলাদের ধাক্কা মারার পর দাঁড়িয়ে থাকা একটি টোটো গাড়ি কে ধাক্কা মারে ওই ডাম্পার গাড়িটি। ঘটনায় টোটন হালদার ও দুখু হালদার দুজনই আহত হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। ঘটনায় ডাম্পার চালক ও ডাম্পার গাড়িটিকে আটক করেছে পুলিশ।