সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: শুক্রবার ২৮,মার্চ :: দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গুরুতর জখম হল উভয় পক্ষের মোট ৮ জন। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে।
আহতরা হল জয়ন্তী বৈদ্য, তাপস কুমার বৈদ্য, তারক সরদার, কাঙাল চন্দ্র বৈদ্য ও রমেশ বৈদ্য,দিলীপ বৈদ্য,রাজীব বৈদ্য,দীনেশ বৈদ্য। ঘটনার বিষয়ে ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনা প্রসঙ্গে জয়ন্তী বৈদ্যর অভিযোগ , ধানজমিতে মটর চুরির বদনাম দিয়ে আমাদের বাড়িতে চড়াও হয় রমেশ,রাজীব,দীনেশ ও দিলীপ বৈদ্যরা। আমার স্বামী তাপস কুমার বৈদ্যকে মারধর করে। সেই সাথে তারক সরদারকেও মারধর করে।
আমি ও আমার শ্বশুর তাদেরকে উদ্ধার করতে গেলে আমাকে ও শ্বশুরকে মারধর করে।এছাড়াও আমাকে শ্লীলতাহানি করে ও কাপড় ছিঁড়ে দিয়ে টানাটানি করে। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি । ’
অন্যদিকে দীনেশ বৈদ্য জানিয়েছ , ‘তারক সরদার ও তাপস বৈদ্যরা আমাদের জমি দখল করার চেষ্টা করে। প্রতিবাদ করলে আমাদের ৪ জনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় । গোটা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।