নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দত্তপুকুর :: বুধবার ৭,মে :: দত্তপুকুর থানার জয়পুল পশ্চিম পাড়া গ্রামের ঘোষ পরিবারের দুই ভাইয়ের মধ্যে অশান্তির জেরে মৃত্যু হল সুদিন ঘোষের।
অভিযোগ, সুদিন ঘোষের জমিতে তার দাদা লক্ষণ ঘোষ একটি শৌচালয় করতে আসেন। সেই কাজে সুদিন ঘোষ এবং তার পরিবার বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় সুদিন ঘোষ এবং তার বড় ছেলেকে।
গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী এবং তার পরিবার বারাসাত মেডিকেল কলেজে তাকে নিয়ে আসে। এরপর গতকাল রাতে বারাসাত মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সুদিন ঘোষ।
বয়স জনিত সমস্যার কারণে কাজ করতে পারতেন না। পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরা বলেন, দীর্ঘ বেশ কয়েক বছর যাবত এই দুই পরিবারের মধ্যে অশান্তি।
অভিযুক্ত লক্ষণ ঘোষ বিনা কারণবশতই ঝামেলা করত নিহতের পরিবারের সঙ্গে। প্রতিবাদ করতে আসলে মারধর করা হতো। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে একাধিকবার। শৌচালয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনারও লিখিত অভিযোগ জানানো হয় পুলিশ কে তবে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।
আজ সুদিন ঘোষের মৃত্যুর পর পুলিশ তৎপর হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে। লক্ষণ ঘোষ আগাগোড়াই একটু দাপটে, তৎসহ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা অন্যদিকে তার ছেলে প্রীতম ঘোষ রাজ্য পুলিশের কর্মরত তার প্রভাব দেখিয়েই তাদের এত বাড়াবাড়ি। সুদিনের মৃত্যুর পর গোটা পরিবার সহ-প্রতিবেশীরা ক্ষোভ ফুসছেন লক্ষণ ও তার পরিবারের বিরুদ্ধে।