দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি সরানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ১০,মে :: দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি সরানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে । আর এই নিয়েই হট্টগোল , উত্তেজনা। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্যের বিরুদ্ধে দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি সরানোর অভিযোগ উঠেছে। এই খবর পেয়ে কংগ্রেস নেতারা ঘটনাস্থলে পৌঁছান । তারপরে কংগ্রেস ও বিজেপি নেতাদের মধ্যে বাদানুবাদ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

কংগ্রেস নেতা চণ্ডী চট্টোপাধ্যায় এর অভিযোগ বিজেপি নেতারা কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় এলাকায় স্থাপিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি সরিয়ে দিয়েছেন ৷ এই সব কাজ করে বিজেপি নেতারা মানুষকে বিভ্রান্ত  করছে । এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও ।

বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন বিজেপির পতাকার নিচে কংগ্রেস নেতাদের মূর্তি ছিল । যা দেখতে সুখকর ছিল না । এ নিয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে কথা হয়েছে । ওদের সম্মতিতে এখান থেকে মূর্তিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =