নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১৯,আগস্ট :: বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের গাবড্ডা সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই যুবক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাইফুল্লা মোল্লা ও জাহাঙ্গীর মোল্লা এরা দুজনে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা বৈধ নথিপত্র না দেখাতে পারায় তাদেরকে গ্রেপ্তার করে স্বরুপনগর থানার পুলিশ।
অপরদিকে হাকিমপুর বিথারী গ্রাম পঞ্চায়েতের বিথারী সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। জানা যায় বাদুড়িয়া থানার রুদ্রপুর এলাকায় বাসিন্দা উজ্জ্বল মন্ডল, বিথারী সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল
সেই সময় বিএসএফের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাংলাদেশে যাওয়ার ছক করছিল ঐ যুবক। সেই ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী।