নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: রবিবার ১৩,অক্টোবর :: টাকির ইছামতি নদীর ভাসান প্রাচীন কাল থেকে এক সংস্কৃতি বহন করে চলেছে দুই বাংলার বিসর্জনের মধ্য সম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির ।
আর শতাব্দী প্রাচীন এই বিসর্জন দেখতে রাজ্য ভিন্ন রাজ্য এমনকি বিদেশি পর্যটকরা নদীর পাড়ে ঢল নামান। পুজোর একমাস আগে থেকে কাকির যেসব হোটেল রয়েছে সেগুলো সব বুকিং হয়ে যায়। এবারের দিন ১৩ই অক্টোবর আজ দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হবে সেই সঙ্গে দর্শনার্থীদের নৌকা নামবে কিন্তু কেউ সীমান্ত অতিক্রম করবে না
তার জন্য নদীর মাঝ বরাবর ৫০টি বোট মোটা দড়ির কাছি একাধিক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের বাহিনী থাকবে পাশাপাশি। উইনারস টিম সিভিল পোশাকে থাকবেন যাতে নিরাপত্তা নিয়ে কোন কাম্তি না থাকে ইতিমধ্যে ইছামতি পারে ভিড় জমাতে শুরু করেছে দর্শনার্থীরা। এই বিসর্জন ঘিরে রয়েছে দুই বাংলার সম্প্রীতির এক নিদর্শন।