নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: মঙ্গলবার দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট বাজার সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । দুইটি বাইকে থাকা দুজনই গুরুতর আহত হয়।। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে বামন হাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় |
সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই উন্নত চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে রেফার করা হয়। জানা যায় আহত বাইক চালক রাহুল শেখ বাড়ি সাদিয়ালের কুঠি ও অপরজন রেজ্জাক শেখ বাড়ি নাগরের বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট বাজার সংলগ্ন এলাকায়, দুদিক থেকে দুটি বাইক এসে একটি টোটোকে পাশ কাটার সময় ঘটে এই দুর্ঘটনা ফলে আহত হয় দুই বাইকে থাকা দুজনেই ।

