নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২৮,ডিসেম্বর :: চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৪০৮ বজরঙ্গ এপার্টমেন্টে । আবাসনের প্রথম তলএর বাসিন্দা, মহাদেব ঝা এবং তার স্ত্রী রুবি ঝা এবং ১১ বছরের চিরাক ঝ ,৬ বছরের ছেলে বঙ্কু, ।
মা তার দুই সন্তানকে গলা টিপে খুন করে নিজে আত্মহত্যা করেন দড়ি দিয়ে. তবে আশঙ্কাজনক অবস্থায় ছয় বছরের বঙ্কুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে. | কি কারণে দুই ছেলেদের কে মেরে মা আত্মঘাতী হলেন সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ এবং খবর দেওয়া হয়েছে তার স্বামীকে।