সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শনিবার ৪,জানুয়ারি :: দুটি দেশের মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু । বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর এক্সক্লুসিভ ছবি আমাদের চ্যানেলে।
অবশেষে বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন ও ভারতে আটকে থাকা ৯০ জন মৎস্যজীবী আগামী দিন ভারত বাংলাদেশ জলসীমা বর্ডারে একেই অপরের হাতে তুলে দেওয়া হবে ।আর সেই জন্যই মৎস্যজীবীদের জলসীমায় নিয়ে যাওয়ার কাজ শুরু হল।
যতই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক খারাপ সামনে আসুক না কেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনায় দুটি দেশের মৎস্যজীবীদের তাদের দেশে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে জলসীমায় নিয়ে যাওয়া শুরু হল।
বাংলাদেশী আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবীর বর্ডারে আনার ছবি ইতিমধ্যে আমাদের সামনে, অন্যদিকে ভারতে আটকে থাকা ৯০ জন মৎস্যজীবীর মধ্যে ১২ জনকে কাকদ্বীপ থেকে নিয়ে যাওয়া হচ্ছে ভারত বাংলাদেশ জলসীমায়। এই বিরল দৃশ্যের সাক্ষী বহু বাংলাদেশী এবং ভারতীয়রা।