সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের চাহিদা শহরের মধ্যে অবস্থিত দুটি নদী জোড়া পানি ও ফুলেশ্বরী নদীর সংস্কার। এদিন সেচমন্ত্রী পার্থ ভৌমিক মেয়র গৌতম দেব আরো অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে হতশ্রী অবস্থায় থাকা জোড়া পানি ও ফুলেশ্বরী নদী পরিদর্শন করলেন।
এদিন সেচমন্ত্রী সকালে শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব ও অন্যান্য আধিকারিকদের সাথে হতশ্রী অবস্থায় থাকা ফুলেশ্বরী ও জোড়া পানি নদীর পরিদর্শন করেন। দুটি নদী পরিদর্শন করবার পর সেচমন্ত্রী জানান শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের চাহিদা নদী দুটির সংস্কার করা।
চলতি বছরেই শুরু হবে নদী দুটি সংস্কারের কাজ। নদী দুটি পরিদর্শনের পর মেয়র জানান, ফুলেশ্বরী ও জোড়া পানি নদীর সংস্কারের উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। পরিদর্শন করলেন সেচমন্ত্রী। ফুলেশ্বরী ও জোড়া পানি নদীর সংস্কারের পাশাপাশি নদী দুটির সৌন্দর্যয়ানও করা হবে।