নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৩,মার্চ :: দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত প্রায় ৭০ থেকে ৮০ জন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায়। সূত্র মারফৎ জানা যায় দুটি বাসের রেষারেষি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ।
একটি বাসের চালক মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করছেন যাত্রীরা। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়।
একটা গুসকরা রূটের বাস ওপর বাসটি ইলামবাজার রুটের বাস।একটি বাস বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিলো ওপর বাসটি গুসকরা থেকে বর্ধমানের দিকে আসছিলো সেই সময় দ্রুতগতিতে যাবার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দেওয়ান দিঘি থানার পুলিশ ও বর্ধমান সদর থানার পুলিশ এসে উপস্থিত হন। আহতদের উদ্ধার করে একটি বাসে করে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।