নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১,আগস্ট :: বর্ষায় বৃক্ষরোপণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। বাইপাসের এপেলো হাসপাতালের উল্টো দিকের রাস্তার মাঝে বৃক্ষরোপণ। উল্টো দিকের ফুটপাতেও গাছ লাগালেন ফিরহাদ হাকিম। মেয়র পরিষদ দেবাশীষ কুমার ও বরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত এবং উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন। প্রসঙ্গ বাংলাদেশি গ্রেপ্তার কলকাতায়। আপনারা বাংলাদেশী ধরাটা দেখছেন। দুটো চারটে লোক পাশের দেশ থেকে অস্থিরতা এড়াতে পেটের টানে চলে এসেছে।
দুটো চারটে লোক এসেছে, হতে পারে; বিএসএফ বর্ডার সামলাতে পারছে না। অমিত শাহ অপদার্থ। বিএসএফকে ইন্সট্রাকশন দিতে পারছেন না। এটাতো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়।
একটা জায়গায় আমি থাকতে পারবো না, বাংলায় কথা বলি বলে। সেটা আপনারা বাংলা চ্যানেল না কিছুতেই দেখতে পারছেন না। বাংলাদেশী দুটো চারটে কেন, যদি আসে অপদার্থ বিজেপি অপদার্থ অমিত শাহের জন্য এসেছে।