নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: শনিবার ১৯,এপ্রিল :: কথায় আছে, পাকা ধানে মই দেওয়া। গত দুদিনের বৃষ্টির প্রভাবে একপ্রকার পাকা ধানে মই দেওয়ার মত অবস্থায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বিস্তীর্ণ এলাকার কৃষকদের।
গত দু’ দিনের বৃষ্টি সঙ্গে মেঘলা আবহাওয়ায় বাস্তবিক অর্থেই ‘পাকা ধানে মই পড়েছে’ কৃষকদের! কোথাও ধান কিংবা সবজি ক্ষেতে জল আবার কোথাও গাছ নুইয়ে পড়েছে। এর ফলে ধান চাষে যেমন ক্ষতির সম্ভাবনা ঠিক তেমনি পচন ধরতে পারে সবজিতেও ।
ব্যাপক পরিমাণে ক্ষতির মধ্যে পড়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লকের মিনাখাঁ, হাড়োয়া, স্বরুপনগর, হাসনাবাদ, বাদুড়িয়া, বসিরহাট ১ ও ২, হিঙ্গলগঞ্জের ধান চাষিরা। কারণ বছরের এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা।
কিন্তু তার আগেই এই বৃষ্টিতে পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। দু’দিনের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ। আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরও কটা দিনের। আবার কেউ ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন, কিন্তু সেই অপেক্ষাই কাল হল।