নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলের বুধা এলাকার চমন তালাও নিবাসী মোঃ ইমরাজের দুবছরের ছেলে সাদ্দামের মৃত্যুকে ঘিরে আসানসোল জেলা হাসপাতালে তুলকালাম কান্ড বেধে যায় রবিবার ইদুজ্জোহার দিন । মোহাম্মদ সাদ্দামকে, জ্বর থাকায় আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে আনা হয়েছিল । মৃত শিশুটির পরিবারের লোকেদের অভিযোগ যে ইমারজেন্সিতে থাকা চিকিৎসক সঠিক চিকিৎসা করেননি যার ফলে শিশুটির মৃত্যু হয় এরপর শিশুটির পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন এবং এমার্জেন্সি বিভাগে ভাঙচুর চালান ।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে আসে পরিস্থিতি শান্ত করা হয়।
জানা গেছে যে এর আগেও এই শিশুটি আসানসোল জেলা হাসপাতালে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে বাড়ি গিয়েছিল বাড়িতে ঔষধ খাওয়ানোর পর শিশুটি অজ্ঞান হয়ে পড়লে যখন তাকে আবার আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তখন শিশুটিকে মৃত ঘোষণা করা হয় ।
এরপর পরিবারের লোকেদের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং ইমারজেন্সিতে ভাঙচুর চালানো হয় । ঘটনার খবর পেয়ে আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসীমুল হক এমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ বহু শীর্ষস্থানীয় নেতারাও ঘটনাস্থলে পৌঁছে যান