দু’বছর ধরে নিখোঁজ যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: মধ্যপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে মগরাহাট থানা এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এক যুবক ঘোরাঘুরি করতে থাকে।

এলাকায় টহল দেয়ার সময় মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডলের নজরে আসে ওই যুবক। এরপর ওই যুবককে মগরাহাট থানাতে নিয়ে আসে। ওই যুবকের সঙ্গে কথা বলে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুঝতে পারেন যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

ওই যুবকের পরিবারের সন্ধান চালানোর জন্য তৎপর হয় মগরাহাট থানার পুলিশ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সূত্র মারফত ওই যুবকের ছবি নিয়ে শুরু হয় ওই যুবকের পরিবারের খোঁজ। অবশেষে সন্ধান মেলে ওই যুবকের পরিবারের।

পুলিশ জানতে পারে ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ফরিদাবাদে ওই যুবকের নাম মোহাম্মদ রশিদ। পুলিশ আরো জানতে পারে ওই যুবক গত দু’বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল।

এরপর মগরাহাট থানার পুলিশের তরফ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেয়া হয় ।খবর পেয়ে শনিবার দুপুরে মগরাহাট থানাতে এসে হাজির হয় ওই যুবকের ভাই।

দু’বছর আগে হারিয়ে যাওয়া দাদাকে দেখে চিনতে বিলম্ব করেনি রশিদের ভাই মোহাম্মদ ফারহাদ। এরপর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দেয় মগরাহাট থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =