নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: দুবরাজপুরের বক্রেশ্বরের জ্যোতির মাঠ নামে একটি জঙ্গলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা প্রেমিক যুগলের। মৃত যুবকের নাম গোপাল বাগদি ও যুবতীর নাম সুপ্রিয়া বাগদী। দুজনেরই বাড়ি বক্রেশ্বরে। মৃত যুগলের বাড়ি পাশাপাশি।
জানা গেছে, মৃত সুপ্রিয়া বাগদি দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও মৃত গোপাল বাগদি ভীন রাজ্যে কাজ করতো। দশ দিন হল বক্রেশ্বরে এসে দিনমজুরের কাজ করতো। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল দুজনেই। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বক্রেশ্বর নদীর ধারে জ্যোতির মাঠের জঙ্গলে তাদের দুজনকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রেমের ঘটনা জানত দুই পরিবারই।
কি কারনে প্রেমিক যুগল আত্মহত্যা করল ভাবতেই পারছেন না পরিবারের লোকজন। কোনদিন দুই পরিবারের মধ্যে কোন ঝামেলাও হয়নি বলে জানান মৃত যুবকের বাবা আনন্দ বাগদী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দুবরাজপুর থানা ও বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে