কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,মার্চ :: ঘটনা মালদা জেলার গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে। ডিলারের নাম প্রমোদ ঘোষ | দুয়ারে রেশন এই কর্মসূচিকে কেন্দ্র করে গাজোল এর বিভিন্ন এলাকায় রেশন বিলি হয়। তেমনি পান্ডুয়াতেও আজ দুপুরে রেশন বিলের সময় নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে।
যদিও সে আটা ডিস্ট্রিবিউটর দিয়েছে বলে জানা যায়। কিন্তু এর আটাটা এতটাই নিম্নমানের যে বাড়িতে সে আটা দিয়ে রুটি বানানোর তো দূরের কথা জল দিয়ে গুলালে তা দেখা যায় অনেক সময় নোংরা পোকা দেখা যায় বলে জানান গ্রামবাসীরা। অনেক সময় রুটি বানানোর পরও ফেলে দিতে হয়।
গ্রাম বাসীদের দাবি সরকারের কাছে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আটা পাই। যেটা আমরা অনায়াসে ভালোমতো খেতে পারবো। নিম্নমানের আটা দেওয়া কে কেন্দ্র করে বিক্ষোভ দেখালো একাংশ গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ ও রেশন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টাকে নিয়ে রেশন দপ্তরের আধিকারিকরা তদন্ত করছে।