নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২১,জানুয়ারি :: দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ গ্রামে গ্রামে। রাজ্য সরকারের প্রায় ২০ টি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হল সমস্যা সমাধান-জনসংযোগ শিবির।
শনিবার সবুজ পতাকা দেখিয়ে ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালঙ্খে। এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশবাজার বিডিও অনিরুদ্ধ ঘোষ, জয়েন্ট বিডিও , ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল,
জেলা পরিষদ সদস্যা প্রতিভা সিংহ, জুয়েল রাহমান সিদ্দিকী সহ এলাকার জনসাধারণ। এদিন জনসাধারণের মধ্যে পাশাপাশি বসে নিজের হাতে কলম নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করে দেন জেলা শাসক এবং পুলিশ সুপার। পাশাপাশি জনসাধারণের সরাসরি সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা শাসক এবং পুলিশ সুপার।