কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৩,ডিসেম্বর :: দুয়ারে সরকার কর্মসূচিতে সামিল হয়ে এক সঙ্গে বিভিন্ন স্টল ঘুরে দেখলেন কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং শাসকদল তৃনমূল কংগ্রেসের জন-প্রতিনিধিরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আছে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম। প্রধান আছেন সিপিআইএমের সোমা খাতুন।
শনিবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে। পরিষেবা নিতে সকাল থেকে হাজির এলাকার সাধারন খেটে খাওয়া পরিবারগুলি। তার সাথে হাজির শাসক ও বিরোধী দলের নেতারাও। কেন্দ্র হোক অথবা রাজ্য উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির উর্ধে উঠে কাজ করা রায় তার পথ দেখাচ্ছে হরিশ্চন্দ্রপুর। এদিন এক সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে দেখা গেল তৃণমূল, কংগ্রেস, বিজেপি, ও সিপিআইএমকে।
ছিলেন তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন, বন ও ভূমি কর্মাধখ্যের স্বামী তথা কংগ্রেস নেতা আবদুস শোভান, জোট পরিচালিত পঞ্চায়েত প্রধান সোমা খাতুনের স্বামী দিলরোজ, বিজেপি পঞ্চায়েত সদস্য অরুন কুমার সাহা। পরিদর্শন শেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্টলে গিয়ে খাবার খেয়েছেন প্রতিত্যেকেই। এদিকে জোটের প্রধানের স্বামী মার্জিনা খাতুনকে দুয়ারের সরকার ক্যাম্প ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন।
এমন ছবি ধরা পড়তেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্যা মার্জিনা খাতুন বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নটাকে বাড়ির দুয়ারে এনে দিয়েছে। এখানে কে বিরোধী, কারা সরকারে আছে সব মিলে মিশে গিয়েছে।অন্যদিকে সিপিআইএম প্রধানের স্বামী দিলরোজ বলেন, মানুষ আমাদের ক্ষমতায় এনেছে।
কে শাসকদল কারা বিরোধী এসব রঙ না দেখে মানুষের পরিষেবা দেওয়াটা জরুরি। সেটাই আমরা করছি। অপর দিকে কংগ্রেস নেতা তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষর স্বামী আবদুস শোভান বলেন আমরা সকলকে নিয়েই কাজ করতে চাই। এতদিন তৃনমূল ছিল ক্ষমতায়।বিরোধীদের গুরুত্ব দিত না। সেই পথে আমরা হাটিনি।