দুরন্ত জয়, গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টারে মোহনবাগান

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক  :: রবিবার ১০,আগস্ট :: দুর্দান্ত ফর্মে গ্রুপ পর্ব শেষ করল মোহনবাগান। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ডায়মন্ড হারবার এফসিকে ৫-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

এই জয়ে বি গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল হোসে মোলিনার ছেলেরা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড় মাঠে না থাকলেও জয় পেতে কোনও সমস্যায় পড়েনি মোহনবাগান।নতুন মরশুমে প্রথম ম্যাচে নেমেই গোল করলেন দুই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার—জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। বাকি তিনটি গোলের মধ্যে একটি করে পেয়েছেন অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদ।

কলকাতার চার দলের মধ্যে প্রথম ক্লাব হিসেবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান, যা সমর্থকদের জন্য বড় প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =