দুরবস্থা স্বাধীনতার কয়েক বছর পরেই ১৯৫৫ সালে তৈরি হওয়া কুলতলি সিএসএফি বিদ্যালয়ের ৷

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: বুধবার ৭,আগস্ট :: বৄষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়ছে ক্লাস রুমে ৷ সেই জলে ভিজছে খুদে পড়ুয়ারা ৷ কখনও কখনও ভেঙে পড়ছে ছাদের চাঙড়ও ৷ এমনই দুরবস্থা স্বাধীনতার কয়েক বছর পরেই ১৯৫৫ সালে তৈরি হওয়া কুলতলি সিএসএফি বিদ্যালয়ের ৷ কুলতলি ব্লকের দক্ষিন গরানকাটা এলাকায় এই স্কুল ৷

আশেপাশে কোনো প্রাইমারি স্কুল না থাকায় এই স্কুলেই ছেলেমেয়েদের পড়তে পাঠান এলাকার অভিভাবকরা ৷ স্কুল বিল্ডিংয়ের অবস্থা ভালো নয় ৷ প্রতিটি শ্রেণীকক্ষই বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ বিষয়টি স্কুল ইন্সপেক্টর ও বিডিওকেও জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার ৷ লিখিতভাবে জানানোর পাশাপাশি তারা ছবি তুলেও পাঠিয়েছেন ৷

এই বিপজ্জনক অবস্থাতেই সম্প্রতি লোকসভা নির্বাচনে এই স্কুলকে ভোটগ্রহণ কেন্দ্রও করা হয় ৷ তারপরেও হুঁশ ফেরেনি কারোরই ৷ ফলে বিপদ জেনেও পড়াশুনার স্বার্থে ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন এখানকার অভিভাবকরা ৷ স্থানীয় বাসিন্দা ও অভিভাবক জিয়াউল মন্ডল বলেন বিল্ডিংয়ের অবস্থা এ্কদিকে যেমন বেহাল অন্যদিকে বৄষ্টি হলেই স্কুলের সামনে এক হাঁটু জল জমে যায় ৷

বিষয়টি দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন কুলতলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিমল মন্ডল । তিনি বলেন এটা দুর্ভাগ্যজনক ঘটনা ৷ বিষয়টি তিনি নিজেও কুলতলি সার্কেল স্কুল ইন্সপেক্টরকে জানিয়েছেন ৷ দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =