দুর্গানগর “ইস্কন মন্দিরে ” শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গানগর :: সোমবার ২৬,জুন :: দুর্গানগর “ইস্কন মন্দির “-এ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান যা ১৯৬৬ সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

সারা বিশ্বব্যাপী ইসকন কাজ করে থাকেন উদ্দেশ্য শিক্ষা,ধর্মচর্চা, আধ্যাত্ম্য চর্চা।ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রীমদ্ভাগবতগীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইসকন-এর কাজে উদ্বুদ্ধ হয়ে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধর্মাবলম্বীরা শিষ্য হয়েছেন। ভারতবর্ষ ছাড়াও বিশ্বব্যাপী প্রায় ইস্কন মন্দির গড়ে উঠেছে অসংখ্য ।

দূর্গানগর ইস্কন মন্দির বেলঘরিয়া এক্সপ্রেস এর পাশে যেটি স্থাপন হয়েছে ১৯৮৩ সালে,প্রতিষ্ঠিত করেন আচার্য এ.সি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ।দূর্গানগর ইস্কন মন্দিরে ২০ জুন থেকে ২৮ শে জুন ৯ দিন ব্যাপী বৈদিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই মন্দিরে অসংখ্য ভক্তবৃন্দরা সকাল, দুপুর এবং রাতে প্রসাদ গ্রহণ করতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =