কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৭,অক্টোবর :: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার বিরোধী দল শাসক দলে। মালদার কালিয়াচকে এট নম্বর ব্লকে ৫৩ নম্বর সুজাপুর বিধানসভার অন্তর্গত নাওদা যদুপুর অঞ্চলের চোদ্দ জন গ্রাম পঞ্চায়েত সদস্য
তার মধ্যে দশ জন কংগ্রেস ও চার জন আই এস এফ এবং সিলাম পুর এক নম্বর অঞ্চলে দুই জন কংগ্রেস ও এক জন বিজেপি সহ প্রচুর পরিমাণে বিজেপি কংগ্রেস আই এস এফ থেকে যোগদান কর্মসূচি হয়ে গেলো।
সেই যোগদান কর্মসূচিতে বিরোধী বিজেপি, সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে বহু নেতাকর্মী যোগদান করলেন শাসক দল তৃণমূলে। এদিন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কালিয়াচক ৫৩ নম্বর বিধানসভার যদুপুর এলাকায় ।
এই যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতি পুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী । কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল । সহ মালদা জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শুভোদীপ সান্যাল ।
মালদা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ মালদা জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডু পাতা দা। সহ উপস্থিত ছিলেন বৈষ্ণব নগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার । এদিন তাদের হাত ধরেই যদুপুর অঞ্চলের এলাকার কয়েক শো জন জন তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে।