কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৮,ডিসেম্বর :: দুর্গাপুজোর সময় সরকারি সচেতনতামূলক প্রচারে বাছাই করা তিনটি ক্লাবকে পুরস্কৃত করল মালদা জেলা পুলিশ। পুলিশ সুপারের অফিসে এই পুরস্কার বিলির কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, বিভিন্ন সচেতনতামূলক যেসব সরকারি প্রচার রয়েছে যেমন “সেফ ড্রাইভ সেভ লাইফ” সেগুলি দূর্গা পুজোর সময় বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ, পুজো উদ্যোক্তারা করেছিলেন ।
তাঁদের মধ্যে যতটা প্রচার ভালো হয়েছে সে সব দিক যাচাই করেই এই পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়। সরকারি সচেতনতামূলক প্রচারের ক্ষেত্রে প্রথম হয়েছে চাঁচল বিধান সরণি সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
দ্বিতীয় হয়েছে ইংরেজবাজার শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনির মালদা ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরী,এবং তৃতীয় হয়েছে চাঁচল ইউথ ক্লাব। প্রত্যেককে ৪৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্লাব কর্তারা।