দুর্গাপুজো কেটে গিয়েছে, কিন্তু পরিস্কার হয়নি পূর্ব বর্ধমান জেলার,মেমারি রেল স্টেশন। আপ ও ডাউন— দুই প্ল্যাটফর্মেই যত্রতত্র ছড়িয়ে রয়েছে আবর্জনার স্তূপ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: দুর্গাপুজো কেটে গিয়েছে, কিন্তু পরিস্কার হয়নি পূর্ব বর্ধমান জেলার,মেমারি রেল স্টেশন। আপ ও ডাউন— দুই প্ল্যাটফর্মেই যত্রতত্র ছড়িয়ে রয়েছে আবর্জনার স্তূপ। বাথরুমগুলোর অবস্থা এমন যে ব্যবহার করা দায়।

পানীয় জলের জায়গাতেও ভরে আছে ময়লা–কাদায়। যাত্রীদের অভিযোগ, দুর্গাপুজোর আগে থেকেই এই পরিস্থিতি চলছে, অথচ রেল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। স্টেশনের এই চিত্র দেখে ক্ষোভ উগরে দেন নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দা অনিক সাহা জানান, “দুর্গাপুজোর আগে থেকেই স্টেশন অপরিস্কার পড়ে আছে। কেউ কোনও খোঁজ নিচ্ছে না।”অন্যদিকে নিত্যযাত্রী উদয় পাত্রের ক্ষোভ, “প্রায় আট-ন’দিন ধরে স্টেশনের এই অবস্থা। হাওড়া–বর্ধমান মেন লাইনে মেমারি এখন সবচেয়ে নোংরা স্টেশন”। খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদারের কাছ থেকে পুজোর বোনাস না পাওয়ায় সাফাইকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন।

ফলে দিন দিন বাড়ছে স্টেশনের অপরিচ্ছন্নতা। রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও মেলেনি কোনও সাড়া। এমনকি উচ্চপদস্থ রেল আধিকারিকদের ফোনেও যোগাযোগ করা যায়নি। স্টেশনের এই নোংরামি ও প্রশাসনিক উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ, যাত্রীদের প্রশ্ন— “রেলের চোখে কি পড়ছে না এই ময়লার স্তূপ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =