নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ৯,আগস্ট :: দুর্গাপুরের আকাশে উড়লো এবার চন্দ্রযান ৩,হ্যাঁ ঠিকই শুনেছেন মজার ছলে হলেও এরকমই অবাক কাণ্ড ঘটিয়ে ফেললেন দুর্গাপুরের গোপাল মাঠের যুবক মনু।
এই সেই মনু যাকে আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন ১০ আসনের বাইক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্ববাসীকে। এবার সেই ফুলের সাজের ব্যবসায়ী মনুর অভিনব আবিষ্কার চন্দ্রযান ৩ |
সত্যি করে না হলেও এই চন্দ্রযান ৩ এর রেপ্লিকা উড়তে পারে আকাশে ৩০ ফুটেরও বেশি এমনটাই দাবি মনুর। থার্মোকল, রড, প্লাইবোর্ড, কোল ফায়ার প্রভৃতি উপাদান দিয়ে মনু বানিয়ে ফেলেছেন অবিকল চন্দ্রযান ৩ এর মত দেখতে একটি ছোট্ট রেপ্লিকা। আর তাতেই তিনটি ছোট্ট সিলিন্ডারের মাধ্যমে অগ্নিসংযোগ করলেই উড়ে যাচ্ছে আকাশের দিকে।
শুধুমাত্র আনন্দের জন্য মনু ও তার সহযোগীরা বানিয়েছে এই উড়ন্ত যান। আর গোপাল মাঠের বাসিন্দারা তা দেখে খুশি। ভিড় জমাচ্ছেন মনুর এই চন্দ্রযান ৩ দেখতে