নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: দুর্গাপুরের এজোনে দেশবন্ধু নগর ও সি আর দাস এভিনিউ এর দুর্গাপুর ইস্পাত কারখানার অধিগৃহীত ফাঁকা জমিতে ডিএসিপি কর্তৃপক্ষ বনসৃজন ঘটানোর সাথে সাথে ওই ফাঁকা মাঠে একসময় ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন ছিল চোখে পড়ার মত।
সেই মাঠেই ইসলামিক সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ঈদের নামাজ পাঠ করেন।বর্তমানে এই মাঠে সন্ধ্যায় বেশ কিছু ভ্রাম্যমাণ ফুড স্টল বসে।আর এই মাঠেই হটাৎ রাতে জ্বলে উঠল ভয়াবহ আগুন।
কিন্তু কিসে লাগল সেই আগুন? শুনলে খুব সাধারণ একটি ঘটনা বলেই মনে হবে। সেই মাঠে কেউবা কোন ব্যক্তির প্রচুর প্লাস্টিক বস্তা এইখানে রাখা ছিল। হঠাৎ আগুন লেগে যায়।
কিন্তু এত বস্তা কেন সেখানে?এই প্লাস্টিকের বস্তায় রাষ্ট্রায়ত্ত কারখানার বিভিন্ন সামগ্রী আসে বলে জানা গেছে।এই বিপুল পরিমান বস্তা কেন লুকিয়ে রাখা ছিল? কার ছিল এই বিপুল পরিমান বস্তার ভান্ডার?
ঘটনাস্থলে পুলিশ আসে,দমকল বিভাগের একটা ইঞ্জিন আসে।কিন্তু পুলিশ কি জানে এত বিপুল পরিমাণ বস্তা কার?কেন এখানে রাখা ছিল?এত বস্তা কি হয়?কোথা থেকে কিভাবে বের হয়?যায় কোথায়? আগুন দমকল বিভাগের চেষ্টায় নেভে।কিন্তু পুলিশ তো এত বিপুল পরিমাণ বস্তা কেন এভাবে এখানে রাখা ছিল তার তদন্ত করবে?সত্য কি উদঘাটিত হবে?