নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৪,মার্চ :: দুর্গাপুরের গান্ধীমোড় ময়দানে মিনি বাসে শর্ট সার্কিট এর কারণে গাড়িতে ধোঁয়া।। মিনিবাসটিতে যাত্রী না থাকায় কোন হতাহতের খবর নেই।
ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আসে। হতাহতের খবর না থাকায় দমকল ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ফিরে যায়।