নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ৭,জুন :: দুর্গাপুরের ট্রাঙ্ক রোড আমতলা বস্তি এলাকায় বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা থেকে কোনোক্রমে রক্ষা পেলো । সূত্রের খবর মঙ্গলবার সন্ধে থেকে এই বস্তিতে বিদ্যুৎ ছিল না, মোমবাতি জ্বালিয়ে রেখে বাইরে প্রতিবেশীদের সাথে গল্প করছিল গৃহকর্ত্রী ।
আর এরই মধ্যে গোটা ঘরে আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে গেলো দুর্গাপুরের বেনাচিতি ট্রাঙ্ক রোড সংলগ্ন আমতলা বস্তির একটি বাড়িতে। প্রথম বাড়ির পেছনের লোকজন দেখতে পান পুরো ঘটনা, এরপর তারাই চিৎকার চেঁচামেচি করে স্থানীয়দের ডাকেন। প্রথম আগুন নেভানোর কাজে স্থানীয়রাই নামেন, দমকলে খবর দেন। দমকলের ঘন্টা খানেকের চেষ্টাতে নিয়ন্ত্রণে আসে আগুন। বাড়িতে থাকা সমস্ত নথি পুড়ে গেছে, ক্ষয় ক্ষতির হিসেব এখনো জানা যায়নি।