নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৪,ডিসেম্বর :: দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) জমিতে দীর্ঘদিনের বস্তি উচ্ছেদ অভিযানে নামতেই তীব্র প্রতিবাদে ফেটে পড়লেন বস্তিবাসীরা। দুর্গাপুরের ডিটিপিএস এলাকার ডাংপাড়া বস্তিতে ডিভিসি কর্তারা জমি অধিগ্রহণে গেলে
ঝাঁটা হাতে রনংদেহি মূর্তিতে প্রতিবাদ করেন মহিলারা। বস্তিবাসীদের দাবি, পুনর্বাসন ছাড়া তারা জমি ছাড়বেন না। অন্যদিকে ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি জানান, ৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে জমি প্রয়োজন, কিন্তু বাধার মুখে কাজ ব্যাহত হচ্ছে।

