নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: রবিবার রাতে দুর্গাপুরের পিয়ালায় ১৯ নং জাতীয় সড়কে নাতিকে সাইকেলে চাপিয়ে পার হচ্ছিল দাদু। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি বাইক ধাক্কা মারে।
এই ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়ে দাদু, নাতি দু’জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক বিশ্বাস নামের ওই ব্যক্তির(৬০)।
দুর্গাপুরের পিয়ালা এলাকার বাসিন্দা। আহত নাতিকে ও বাইক আরোহীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও এলো প্রকাশ্যে।