নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ কাণ্ডে এবার মুখ খুললেন নির্যাতিতার বাবা।
কাঁপা গলায় তিনি জানান, “ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে মেয়েকে বাংলায় পাঠিয়েছিলাম, কিন্তু মেয়ের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।আমার মেয়ের মতো আর কোনও মেয়ে যেন এই পরিস্থিতির শিকার না হয় ।এখন মেয়েকে নিয়ে উড়িষ্যা ফিরে যাব, আর কোনওদিন বাংলায় আসবো না।”দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি যদি মুখ্যমন্ত্রীকে কিছু ভুল বলে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই প্রার্থনা ,আমার মেয়ের দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যেন আমার মেয়ে ন্যায়বিচার পায়।”
সহপাঠী গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “পুলিশ তদন্ত করছে। এর বেশি কিছু জানি না।” দুর্গাপুরের এই নারকীয় ঘটনায় নির্যাতিতার বাবার বক্তব্যে ফুটে উঠল এক অসহায় পিতার বেদনা। ন্যায়বিচারের প্রত্যাশা এবং কন্যার প্রতি মায়া।