নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৯,জানুয়ারি :: আইপ্যাক অফিস ও আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ডাক দেওয়ায় রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও অবরোধ শুরু হয়েছে।
দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তৃণমূল।এই কর্মসূচিতে উপস্থিত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এসআইআর করে মানুষকে ভয় দেখিয়ে লাভ হয়নি বলেই এবার ইডি-সিবিআই নামানো হয়েছে।
আইপ্যাকের অফিস ও প্রধানের বাড়ি থেকে নথি চুরির চেষ্টা করছে বিজেপি। কিন্তু বাংলা দখল করা যাবে না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তার জবাব দেবে।

