নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৪,মে :: ৪ঠা মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবস। আর এই দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটিসেন্টারের দমকলবাহিনী দফতরের সামনে এক বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের একটি বেসরকারী স্কুলের তরফ থেকে।
দুর্গাপুর দমকল দফতরের প্রত্যক আধিকারিক ও কর্মীকে ওই স্কুলের ছাত্র ছাত্রীরা সংবর্ধনা দেন। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য্য জানান তাদের স্কুলের পক্ষ থেকে প্রত্যক বছরই এই দিনটি বিশেষ ভাবে পালন করা হয় দমকলবাহিনীর কর্মীদের সম্মান জানানোর মাধ্যমে।
দমকল বাহিনীর কর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে বিভিন্ন অগ্নিকান্ডের ঘটনায় মোকাবিলা করে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখেন তা যথেষ্টই প্রংশসনীয় । পাশাপাশি নতুন প্রজন্ম পড়ুয়াদেরও যাতে অগ্নিকাণ্ডের রোধে সচেতনতা বাড়ে তারই প্রচেষ্টা করা হয় এই ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে।